1. khusiakter01624@gmail.com : ডিটিভি নিউজ 0.2 : ডিটিভি নিউজ 0.2
  2. info@www.dtvnews02.online : ডিটিভি নিউজ 0.2 :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৭:২৫ অপরাহ্ন

গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির পাশে দাঁড়িয়েছে হেফাজতে ইসলাম।

  • প্রকাশিত: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

গাজায় গণহত্যার প্রতিবাদে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির প্রতি হেফাজতে ইসলামের একাত্মতা

দখলদার ইসরায়েলের অব্যাহত বর্বর আগ্রাসনে ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে, রাজধানী ঢাকায় আয়োজিত ‘মার্চ ফর গাজা’ শীর্ষক প্রতিবাদ কর্মসূচির প্রতি একাত্মতা ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শুক্রবার (১১ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী এবং মহাসচিব আল্লামা সাজিদুর রহমান বলেন, আগামীকাল শনিবার ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট, বাংলাদেশ’-এর ব্যানারে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে এক বিশাল জনতার পদযাত্রার মাধ্যমে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এই কর্মসূচিকে সফল করতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি ও সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

নেতৃদ্বয় আরও বলেন, গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর চলমান নৃশংসতা ও গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আয়োজিত এই কর্মসূচিতে দেশের খ্যাতনামা আলেম-উলামা, দাঈ, ইসলামি চিন্তাবিদ, ওয়ায়েজ এবং বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট নাগরিকরা অংশগ্রহণ করবেন। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ফিলিস্তিনের নিপীড়িত জনগণের প্রতি এক গভীর সংহতি ও সহমর্মিতা প্রকাশ পাবে।

হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে সর্বস্তরের নেতাকর্মী এবং দেশবাসীর প্রতি আহ্বান জানানো হচ্ছে—আপনারা সক্রিয়ভাবে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশগ্রহণ করে মানবতার পক্ষে এবং ফিলিস্তিনের নিপীড়িত মুসলিম জনগণের পাশে দাঁড়ান।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট