নিজস্ব প্রতিবেদকঃ মীর প্লাবন লাভলু।
প্রিয় দেওয়ানগঞ্জের প্রাণপ্রিয় জনগণ
বাংলা নববর্ষ ১৪৩২ এর শুভক্ষণে আপনাদের সবাইকে জানাই অন্তরের গভীর থেকে শুভ নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা। নববর্ষ বাঙালির চিরায়ত সংস্কৃতির এক উজ্জ্বল উৎসব। এই দিন আমাদের মাঝে এনে দেয় নতুন আশার আলো, নতুন স্বপ্নের দিগন্ত। চলুন, এই নববর্ষে আমরা একসাথে শপথ করি — একটি সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার।
দেওয়ানগঞ্জ শুধু একটি উপজেলা নয় — এটি আমাদের গর্ব, আমাদের শেকড়। এখানে মাটির গন্ধে আছে ইতিহাস, নদীর স্রোতে আছে জীবন, আর মানুষের মুখে মুখে বয়ে চলে স্বপ্ন আর সম্ভাবনার গল্প। কৃষক, শ্রমিক, ছাত্র, শিক্ষক, নারী-পুরুষ সবার ঐক্য, পরিশ্রম ও সহনশীলতায় দেওয়ানগঞ্জ আজ এগিয়ে যাচ্ছে উন্নয়নের পথে।
আমাদের রাজনৈতিক অঙ্গীকার হলো — এই প্রিয় জনপদকে আমরা গড়ে তুলব আধুনিক সুযোগ-সুবিধা, টেকসই অবকাঠামো ও সুশাসনের এক মডেল হিসেবে। নববর্ষে আমাদের নতুন প্রতিজ্ঞা হোক: দলমত নির্বিশেষে আমরা একসাথে কাজ করবো দেওয়ানগঞ্জের প্রতিটি মানুষের উন্নয়নের জন্য। আমাদের রাজনৈতিক দল সবসময় মানুষের অধিকার, গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়ের পক্ষে কাজ করে এসেছে এবং আগামীতেও দেশ ও জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাবে। আসুন, বিভাজন নয় — ঐক্য, সহনশীলতা এবং সহযোগিতার পথে এগিয়ে যাই। পুনরায় উন্নয়নের ধারা ধরে রাখতে জন নেতা জনাব এম.রশিদুজ্জামান মিল্লাত সাহেবের ধানের শীষে ভোট দিয়ে এই প্রিয় জনপদকে আমরা গড়ে তুলব আধুনিক সুযোগ-সুবিধা, টেকসই অবকাঠামো ও সুশাসনের এক মডেল হিসেবে।
আসুন, নতুন বছরকে বরণ করি ঐক্যের বন্ধনে, ভালোবাসার আলোয়, আর এক অঙ্গীকারে — “উন্নয়নের পথে, জনগণের সাথে।”
শুভ নববর্ষ ১৪৩২
মাসুদ হাবিব পলিন
সাংগঠনিক সম্পাদক,বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) দেওয়ানগঞ্জ উপজেলা শাখা।