1. khusiakter01624@gmail.com : ডিটিভি নিউজ 0.2 : ডিটিভি নিউজ 0.2
  2. info@www.dtvnews02.online : ডিটিভি নিউজ 0.2 :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৭:৩২ অপরাহ্ন

পহেলা বৈশাখ ১৪৩২ উপলক্ষে দেওয়ানগঞ্জে বিএনপির বর্ণাঢ্য আনন্দ র‌্যালী

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে
ছবি: মীর প্লাবন লাভলু-দেওয়ানগঞ্জ উপজেলা মিডিয়া ফটোগ্রাফার।

মীর প্লাবন লাভলু প্রতিবেদনঃ

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর উৎসবের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে দেওয়ানগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা ও পৌর শাখা এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের যৌথ উদ্যোগে আয়োজিত হয় এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালী। র‌্যালীটি দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে পৌরবাজারের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। এতে বিএনপি এবং এর সহযোগী সংগঠনগুলোর বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন উৎসবমুখর পরিবেশে। রঙ-বেরঙের পোশাক, মুখোশ, ব্যানার, ফেস্টুন ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের ছন্দে র‌্যালিটি হয়ে ওঠে এক বাঙালিয়ানায় ভরপুর মিলনমেলা।অনুষ্ঠান শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতৃবৃন্দ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন,দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক [জনাব আব্দুর রশিদ সাদা ] “পহেলা বৈশাখ বাঙালি জাতির প্রাণের উৎসব। এই দিনটি আমাদের জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। সকল ভেদাভেদ ভুলে আমরা এই দিনটিতে একসাথে মিলিত হই—এটাই বাংলা নববর্ষের সৌন্দর্য।”দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি [বাবু শ্যামল চন্দ্র ] বলেন”আমরা চাই বাঙালির ইতিহাস, সংস্কৃতি ও গণতান্ত্রিক মূল্যবোধের সমন্বয়ে একটি উন্নত বাংলাদেশ গড়ে উঠুক। এই নববর্ষে আমাদের অঙ্গীকার হোক—গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার।”দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক [জনাব মাসুদ হাবিব পলিন ] বলেন”পহেলা বৈশাখ শুধু একটি উৎসব নয়, এটি আমাদের জাতীয় চেতনাকে জাগ্রত করার দিন। আজকের এই দিন আমাদের মনে করিয়ে দেয়—আমরা বাঙালি, আমাদের রয়েছে গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য।নববর্ষে আমাদের অঙ্গীকার হোক—গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার।একটি সত্যিকার গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে আমরা সবাই মিলে কাজ করব, ইনশাআল্লাহ।”দেওয়ানগঞ্জ পৌর বিএনপির সাধারন সম্পাদক [জনাব আতিকুর রহমান সাজু ]বলেন“আজকের মূল প্রতিপাদ্য: “১৪৩২ বঙ্গাব্দের নববর্ষ হোক শুভ বার্তায় উজ্জ্বল”এই বার্তাকে কেন্দ্র করেই আজ আমরা আনন্দঘন পরিবেশে র‌্যালি আয়োজন করেছি। নববর্ষের এই শুভক্ষণে দলের সকল নেতাকর্মী, সমর্থক এবং প্রিয় দেওয়ানগঞ্জবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।এছাড়াও, জাতীয়তাবাদী শক্তির সকল নেতা-কর্মী ও প্রিয় দেওয়ানগঞ্জবাসীর প্রতি কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ, জননেতা এম. রশিদুজ্জামান মিল্লাত সাহেব-এর পক্ষ থেকেও বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা জানানো হয়েছে। তিনি সবাইকে শান্তিপূর্ণভাবে নববর্ষ উদযাপন ও গণতান্ত্রিক চেতনায় সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। সাধারন সম্পাদক তিনি দলের নেতা-কর্মীদের উদ্দেশে আরও বলেন—”আপনাদের নেতৃত্ব, কর্মস্পৃহা ও অব্যাহত সহযোগিতার ফলেই আজ এই দেশে স্বৈরাচারবিরোধী চেতনা প্রতিষ্ঠা পেয়েছে, আর সেই কারণেই আমরা নববর্ষকে আনন্দের সঙ্গে উদযাপন করতে পারছি।” শেষে তিনি দৃঢ় কণ্ঠে বলেন—”আমি, আপনি, আমরা সবাই মিল্লাত হয়ে আগামী নির্বাচনের শেষ দিনে এমনভাবে তাকে বিজয়ী করবো, যাতে ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোট ব্যবধানে জননেতা এম. রশিদুজ্জামান মিল্লাত সাহেব জয়যুক্ত হন—ইনশাআল্লাহ।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন  পৌর বিএনপি সহ-সাধারন সম্পাদক  আশরাফুল ইসলাম রুহেল  উপজেলা বিএনপি দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক আল আমিন বিন উমর, যুবদলের আহবায়ক মোঃ মন্জু হোসেন ১নং যুগ্ম আহবায়ক আলাল উদ্দিন আল-মামুন, পৌর যুবদলের  আহবায়ক দেওয়ান আলতাফ, ১ নং যুগ্ম আহবায়ক মোঃ ফারুক হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জয়নাল আবেদীন সদস্য সচিব মাজেদুল ইসলাম বাদল ,যুগ্ম আহবায়ক ময়নাল খন্দকার জাহিদুল ইসলাম জাহিদ পৌর স্বেছাসেবক দলের আহবায়ক শাহিন মাহমুদ সদস্য সচিব তৌফিকুল ইসলাম সুজন  ছাত্রদলের সদস্য সচিব মোঃ রবিউল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক সুরুজ আলী যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম আমির  যুগ্ম আহবায়ক জিয়াইল হক বাবু ,পৌর ছাত্রদলের আহবায়ক বিপ্লব মন্ডল সদস্য সচিব সানী ,কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ রফিকুল ইসলাম রফিক সদস্য সচিব সিয়ামুল হক রতন , মৎস্যজীবীদলের সদস্য সচিব ইব্রাহীম খলিল, পৌর কৃষকদলের সভাপতি নুর মোহাম্মদ প্রধান  ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ফারুক হোসেন শ্রমিক দলের সভাপতি আব্দুর রাজ্জাক সাধারন সম্পাদক ফরিদ আহম্মেদ সহ বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। পহেলা বৈশাখের এই প্রাণবন্ত আয়োজন ছিল বাঙালির চিরায়ত সংস্কৃতি ও ঐতিহ্য উদযাপনের এক উজ্জ্বল দৃষ্টান্ত, যা নববর্ষকে ঘিরে সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দেয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট