মীর প্লাবন লাভলূ নিজস্ব প্রতিবেদকঃ
দেওয়ানগঞ্জ, জামালপুর |
গত ১৩ এপ্রিল বাংলাদেশ টুডে পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে এক জরুরি সংবাদ সম্মেলন করেছে দেওয়ানগঞ্জ উপজেলা যুবদল। গতকাল রাতে দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মন্জু হোসেন। তিনি বলেন, “বাংলাদেশ টুডেতে প্রকাশিত উক্ত সংবাদটি সম্পূর্ণরূপে ভিত্তিহীন, তথ্যহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। সত্যকে আড়াল করে একটি সংগঠনের ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা চালানো হয়েছে। আমরা এই ঘৃণ্য অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবো।”তিনি আরোও বলেন—“উক্ত সংবাদটি ছিল রাজনৈতিকভাবে প্রণোদিত, পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর এবং একটি সুসংগঠিত গণতান্ত্রিক আন্দোলনকে কলুষিত করার অপচেষ্টা। এই ধরনের সংবাদ প্রমাণ করে, একটি মহল উদ্দেশ্যমূলকভাবে বিএনপি ও যুবদলের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত। আমরা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে, গণমাধ্যমে এবং প্রয়োজনে আইনি প্রক্রিয়ায় শক্ত জবাব দিতে প্রস্তুত।”সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সংগঠনের এক ঝাঁক শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, যার মধ্যে ছিলেন—উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাবু শ্যামল চন্দ,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিন, পৌর বিএনপির সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রুহেল, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক (দায়িত্বপ্রাপ্ত) আল আমিন বিন ওমর, উপজেলা যুবদলের ১নং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন আল মামুন, পৌর যুবদলের ১নং সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জয়নাল আবেদীন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহিন মাহমুদ কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম রফিক সহ দলীয় অঙ্গসংগঠনের আরও বহু নেতা ও কর্মীবৃন্দ। এ সময় গণমাধ্যমের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা সংশ্লিষ্ট পত্রিকাকে অবিলম্বে সংবাদটি প্রত্যাহার এবং প্রকাশিত অসত্য তথ্যের জন্য প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার আহ্বান জানান।যুবদলের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়— মিথ্যাচার করে দেওয়ানগঞ্জের গণতান্ত্রিক আন্দোলনকে দাবিয়ে রাখা যাবে না। এ ধরনের অপপ্রচার বন্ধ না হলে আইনগত ও সাংগঠনিক প্রতিরোধ গড়ে তোলা হবে। গণতন্ত্র রক্ষার এই সংগ্রামে যুবদল একচুলও পিছু হটবে না।